মহালয়ায় কুচবিহারের পুন্ডিবাড়ী ব্রাইট ইউনিট আয়োজন করল বসে-আকোঁ প্রতিযোগিতা
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, কুচবিহার, ৯ই অক্টোবর, ২০১৮: গতকাল মহালয়ার সকালে ছোটদের জন্যে বসে-আকোঁ প্রতিযোগিতার আয়োজন করেছিল পুন্ডিবাড়ী ব্রাইট ইউনিট। ছোটদের এই বসে-আকোঁ প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকা কচিকাঁচা দের তোরজোড়ে মুখরিত হয়ে ওঠে। বাচ্চাদের মা-বাবাদের মদ্ধেও দেখা যায় এক উৎসবের আমেজ। এই বসে-আকোঁ প্রতিযোগিতায় প্রায় ৩৫০ জন প্রতিযোগী – প্রতিযোগিনী অংশগ্রহন করে। উদ্যোক্তাদের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে এই প্রতিযোগিতা বিজেতাদের ক্লাবের দুর্গা পূজা উদ্বোধনের দিন পুরস্কৃত করা হবে। আয়োজকের তরফে ক্লাবের কোষাধ্যক্ষ শ্রী রানা দে সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানান, তিনি সংবাদ মাধ্যম কে বলেন “আমরা শুধুমাত্র দুর্গোৎসবকে কেন্দ্র করে নয়। বরঞ্চ এলাকায় সারা বছর ধরে বিভিন্ন সমাজসচেতনামূলক কাজের মধ্য দিয়ে মানুষের পাশে থাকি। দুর্গোৎসবের দিনগুলিতে বস্ত্রদান, দরিদ্রনারায়ণসেবা, স্বাস্থ্য ও পরিবেশ সচেতনা, সেভ ড্রাইভ, সেভ লাইফ এর মতো সচেতনামূলক কর্মসূচী গ্রহন করে থাকি”।
সংবাদ ভিডিও ও সংবাদচিত্র