তর্পণ করতে গিয়ে সলিল সমাধি হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের
ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৮ই অক্টোবর, ২০১৮: মহালয়া পূর্বপুরুষদের তর্পণাদির জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ। এমনই পূণ্য প্রাতে তর্পণ করতে গিয়ে গঙ্গার জলে তলিয়ে গেলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ডঃ সুবোধ যশ। সোমবার, ভোরে উত্তরপাড়া থানার বটতলার গঙ্গা ঘাটে তর্পণ করতে নেমেছিলেন সুবোধ বাবু এবং গঙ্গার পিচ্ছিল মাটিতে পা হড়কে যায় তাঁর। ইতিমধ্যে আর কাউকে সময় দিলেন না, গঙ্গার জোয়ারের তোড়ে ভেসে যান তিনি। সুবোধ বাবুর দেহের খোঁজে নামানো হয় ডুবুরি। অনেকটা দূরে গিয়ে তাঁর দেহ গঙ্গার তলের বালিয়াড়িতে আটকে থাকা অবস্থায় পাওয়া যায়। দেহটি ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিনের এমন ঘটনায় যশ পরিবারে নেমে আসে শোকের ছায়া।