জামালদহের গহীন অরণ্যে ভদ্রকালীর পূজাকে কেন্দ্র করে মেলার আয়োজন
স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, মেখলীগঞ্জ, ৮ই অক্টোবর ২০১৮: প্রতিবছরের মত এবারও উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ভক্তরা ৷ সকলেরই গন্তব্য গভীর জঙ্গলের ভেতরে অবস্থিত ভদ্রকালী মন্দিরের দেবীদর্শন। কোচবিহার জেলার বনাঞ্চলের মধ্যে জামালদহ ফরেস্ট অনেকটাই গুরুত্বপূর্ণ বনাঞ্চল৷ এই বনভূমি গভীর জঙ্গল (গহন) এলাকায় বহু পুরাতন এক ভদ্রকালী দেবী মন্দিরে প্রতিবছর পুজো দিতে আসেন দুর দুরন্তরের বহু মানুষ৷ স্থানীয় বাসিন্দা সহ বন কর্মী ,কাঠ ব্যবসায়ী সকলেই ঐ পুজো কেন্দ্রিক মেলায় অংশগ্রহণ করেন৷ মহালয়ার ভোর থেকে পূজা পর্ব শুরু হয়, চলে রাত পর্যন্ত৷ ভদ্রা কালির পুজোর সাথে সাথে এখানে আরও ১৬ টি দেব দেবীর পুজো অনুষ্ঠিত হয় ৷ এবারের পুজো ২৭তম ,এবারও পুজো কেন্দ্রিক ঐ মেলায় দোকানপাটও এসেছে ৷ যেহেতু ঘন জঙ্গলের মাঝখানে ঐ মন্দিরের পুজো এবং বহু মানুষের সমাগম ঘটে ,তাই মেখলিগঞ্জ পুলিশের পক্ষ থেকে মেলা পরিসরে রাখা হয় বিশেষ নিরপত্তা ব্যবস্থা ৷ স্থানীয় বাসিন্দা এবং কাঠ ব্যবসায়ী গৌতম কুমার বোস জানান বিগত ২৭ বছর ধরে ভদ্রা কালির সাথে অন্যান্য ১৬ টি দেব দেবীর পুজো এখানে হয়। তৎকালীন বন আধিকারিক এই মন্দিরটি স্থাপন করেন “৷
ছবি: স্বপন রায় বীর (টি.এন.আই)