গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সপ্তম বর্ষ সন্মেলন অনুষ্ঠিত হলো ফালাকাটায়
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৩০শে সেপ্টেম্বর, ২০১৮: পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের ফালাকাটা আঞ্চলিক কমিটির সপ্তম বর্ষ সন্মেলন অনুষ্ঠিত হলো ফালাকাটা এবিটিএ ভবনে। সম্মেলনের উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী তথা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী যোগেশ চন্দ্র বর্মন। প্রতিবেদন পেশ করেন সম্পাদক শ্রী কনকলাল সিনহা। আয় ও ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ শ্রী সুকুমার সরকার। সম্পাদকীয় প্রতিবেদনের উপর ড: সুভাষ সেনগুপ্ত সহ মোট ১২ জন সদস্য বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা সম্পাদক শ্রী সুবল দাস বক্তব্য রাখেন। শ্রী সুজিত চক্রবর্তী সভাপতি, ও সর্বশ্রী সমীর মিত্র, নারায়ণ দত্ত ও দেবব্রত দাশগুপ্ত সহকারী সভাপতি ও শ্রী সুকুমার সরকার কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এছাড়াও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন শ্রীমতী বীথিকা কুন্ডু ভট্টাচার্য। সংঘের পত্রিকা সম্পাদক নির্বাচিত হন ডঃ প্রবীর রায়চৌধুরী। মোট ২৩ জনের কমিটি গঠিত হয়। সন্মেলনে পতাকা উত্তোলন করেন প্রাক্তন শিক্ষক ও নাট্যকার সত্য শ্রী রঞ্জন নন্দী, উপস্তিত ছিলেন, কমিটির আলিপুরদুয়ার জেলা সম্পাদক শ্রী সুবল দে, সহ সভাপতি শ্রী রনজিত মালাকার প্রমুখ। মোট ৪৭ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)