ইসলামপুরে আয়োজিত হল কনসার্ট দ্বারা পড়ুয়াদের নিয়ে দুই দিনের হাতের লেখা কর্মশালা
সুশান্ত নন্দী (টি.এন.আই সংস্কৃতি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৩০শে সেপ্টেম্বর, ২০১৮: মেধাবী হলেও হাতের লেখা সুন্দর না হওয়ায় ভালো ফলাফল করা অন্তরায় হয়ে উঠেছে একাধিক পড়ুয়াদের কাছে। সেই সমস্যাকেই মূলত গুরুত্ত্ব দিয়ে এগিয়ে এলো ইসলামপুরের “কনসার্ট” সংস্থা। গত কাল অর্থাৎ শনিবার থেকে ইসলামপুর আনন্দ মার্গ প্রাইমারী স্কুলে শুরু হলো ওই সংস্থা আয়োজিত দুই দিন ব্যাপী হাতের লেখা বিষয়ে কর্মশালা ও প্রতিযোগিতা। এদিন এই প্রতিযোগিতার উদ্বোধন করে অনান্দমার্গ প্রাইমারী স্কুলের আচার্য প্রানেশ ব্রম্মচারী। বাংলা ও ইংরেজীর হরফ কিভাবে হলে হাতের লেখা ভালো হয় কিংবা আরও কি কি বিষয় নজর রাখা দরকার সেই দিক গুলি উল্লেখ করে বর্ণনা করার পাশাপাশি হাতে কলমে বুঝিয়ে দেন শিক্ষক অঙ্গন দেবনাথ, অবসর প্রাপ্ত সরকারি আধিকারিক তথা লেখক নিশিকান্ত সিনহা এবং শিক্ষক প্রসেনজিৎ বোস। পাশাপাশি খুদে পড়ুয়াদের হাতের লেখা সুন্দর করার বিষয়ে অভিভাবকদের ভূমিকা নিয়েও এদিন আলোকপাত করেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, দ্বিতীয় দিন রোববার রয়েছে হাতের লেখা প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের পুরুস্কৃত করা হবে বলে জানান সংস্থার সম্পাদক মিঠুন দত্ত। সংস্থার সভাপতি উদয় মন্ডল জানান, খুদে পড়ুয়াদের প্রতিভার অন্বেষণে বছরভর তারা এভাবেই নানান অনুষ্ঠানের পাশাপাশি কর্মসূচি নিয়ে থাকেন। প্রতিভার অন্বেষণের পাশাপাশি পড়ুয়াদের মেধার বিকাশের বিষয়টিও গুরুত্ত্ব দেওয়া হয় সেখানে। ওই কর্মশালায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক প্রশান্ত প্রামানিক।
ছবি: সুশান্ত নন্দী (টি.এন.আই)