দক্ষিণ ২৪ পরগনায় রেল ফুটব্রিজের চাঙড় ভেঙ্গে সন্তানের সামনে মৃত্যু মায়ের
ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই) । টি.এন.আই সম্পাদনা
বাংলাডেস্ক, টি.এন.আই, বারুইপুর, ২৮শে সেপ্টেম্বর, ২০১৮: পুজো বাকি আর ১৬ দিন। সন্ধ্যেবেলায় নিজ সন্তানকে নিয়ে বেরিয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের নায়েবের মোড় এলাকার বাসিন্দা অসীমা প্রামাণিক। মেয়েকে নিয়ে অটো করে বারুইপুর স্টেশনে পৌঁছোন তিনি এবং সেখান থেকেই ১ নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছিলেন মা ও মেয়ে। ওভার ব্রিজের নীচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তাঁরা, এমনই সময় ব্রিজের কংক্রিটের চাঙড় ভেঙ্গে পড়ে অসীমা দেবীর ওপর এবং মেয়ের সামনেই ঘটনাস্থলে মৃত্যু হয় অসীমা দেবীর। এদিন ঘটনার জেরে চাঞ্চল্য সৃষ্টি হয় বারুইপুর এলাকায়। ঘটনাস্থলে পৌঁছোয় জি.আর.পি ও আর.পি.এফ এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বারুইপুর হাসপাতালে। আরও জানা যায়, এদিনের দুর্ঘটনায় ১ মধ্যবয়সী ব্যাক্তিও গুরুতর আহত হয়েছেন। আজকের ঘটনায় ভারতীয় রেল আবারও কাঠগড়ায় এসে দাঁড়িয়েছে! কতটা রক্ষনাবেক্ষণ হয় তা এখন প্রশ্নের মুখে। তবে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনও কোনো যোগাযোগ করা হয়নি প্রামাণিক পরিবারের সাথে। এমন প্রাণোচ্ছ্বল মানুষের অকাল প্রয়াণে নায়েবের মোড় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।