গণসচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করল রায়গঞ্জ বি.এড কলেজ
ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, রায়গঞ্জ, ২৮শে সেপ্টেম্বর, ২০১৮: রায়গঞ্জ বি.এড কলেজের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার। গতকাল অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের, প্রবন্ধ রচনা ও তাৎক্ষণিক বক্তৃতার মধ্য দিয়ে। আজ ছিল সচেতনতামূলক পদযাত্রার দিন, যা অনুষ্ঠানমালার অঙ্গসমূহ। ন্যাশনাল কাউন্সিল ফর্ টিচার এডুকেশন (এন.সি.টি.ই), ভুবনেশ্বর – এর পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয় এইদিন যেখানে গান্ধীজীর সার্ধশতবর্ষ (১৫০তম) জন্মদিন উদযাপনের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশিকাকে সম্মান করে আজ রায়গঞ্জের পথে এই পদযাত্রায় গান্ধীজীর জীবন আদর্শ এবং ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধি ও তাঁর নিয়ন্ত্রণ সম্পর্কে প্রচার করা হয়। এছাড়াও পিছিয়ে পড়া জনজাতিদের বিভিন্ন সরকারি বৃত্তির সম্পর্কে অবগত করাও হয় এদিনের পদযাত্রায়। এই সম্পূর্ণ কর্মকাণ্ডের তত্ত্বাবধানে রয়েছে, কলেজের ১ম বর্ষের ছাত্র-ছাত্রীরা। সর্বাঙ্গীণ অভিভাবকত্বে রয়েছেন কলেজের অধ্যক্ষ ডঃ চৈতন্য মণ্ডল মহাশয় এবং ছাত্র-ছাত্রীদের পূর্ণ সহযোগিতায় রয়েছেন কলেজের অন্যান্য অধ্যাপক এবং অধ্যাপিকারা। তাদের মধ্যে অন্যতম হলেন যুগান্তর মিশ্র, অর্ণব কুমার দত্ত, সৌরভ বন্দ্যোপাধ্যায় প্রমুখরা।
ছবি: রায়গঞ্জ বি.এড কলেজ, রায়গঞ্জ