কূশপুতুল পোড়াবার কেরোসিন পুলিশের গায়ে, অভিযুক্ত বাম, গ্রেপ্তার দুই

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৪শে সেপ্টেম্বর, ২০১৮: রাজনীতি অভিশাপ না জীবনে চলার পথ সেই বিতর্কে যখন প্রতিনিয়ত সাধারণ মানুষ গোত্তা খাচ্ছে তখন প্রতিদিনের রাজনৈতিক ঘটনা মানুষ কে যেন মনে করিয়ে দিয়ে যায় সে আজও এক দোলাচলে বাস করছে। এমনিতেই ইসলামপুরের ছাত্র মৃত্যু নিয়ে রাজ্য রাজনীতি উথাল পাথাল। এবার খোদ শিলিগুড়ির বুকে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। স্বয়ং পুলিশ কে এক প্রকার মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে হল তাও আবার মিডিয়ার ক্যামেরার সামনে। খবরের প্রকাশ ইসলামপুরের ছাত্র পুলিশ সংঘর্ষে ছাত্রের মৃত্যুর প্রতিবাদে আজ ছিল বামেদের এক শান্তিপূর্ণ মিছিল। মিছিলের কর্মসূচি হিসেবে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করবার পরিকল্পনা ছিল প্রতিবাদিদের। তবে শেষ মুহূর্তে বাধা দেয় পুলিশ এবং কুশপুতুলটি ছিনিয়ে নিয়ে যায় পুলিশ। এই সময়ে ধস্তাধস্তি ঘটে এবং সুযোগ বুঝে কয়েক জন কে পুলিশের গায়ে কুশপুতুল দাহ করবার জন্যে আনা কেরোসিন ছেটাতে দেখা যায়। এরপরেই সেই আক্রান্ত পুলিশকর্মীরা চোখে কেরোসিনের জ্বালায় ছটফট করতে দেখা যায়। যদিও আর বেশি দূর ঝামেলা গড়ায়নি। সেই সময় পুলিশ কর্মীরা শিলিগুড়ির সিপিএম কার্যালয় অনিল বিশ্বাস ভবনটি ঘিরে ফেলে। তবে পরে শিলিগুড়ির মেয়র শ্রী অশোক ভট্টাচার্য তাদের ওপর ওঠা সব অভিযোগ মিথ্যা এবং হাস্যকর বলে উড়িয়ে দেন। এই প্রসঙ্গে জানা যায় পুলিশ দুই জন বাম কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্যে গ্রেপ্তার করে।

সংবাদ চিত্র ও ভিডিও

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!