এবার ইসলামপুরের দারিভিটে হাজির বুদ্ধিজীবী সহ সেভ ডেমোক্রেসির টিম
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ২৪শে সেপ্টেম্বর, ২০১৮: সোমবার ইসলামপুরের দারিভিটে মৃত দুই ছাত্রের বাড়িতে এসে উপস্থিত কলকাতা থেকে বুদ্ধিজীবী সহ সেভ ডেমোক্রেসির টিম। জানা গিয়েছে, চঞ্চল চক্রবর্তী, কবি মন্দাক্রান্তা সেন সহ পাঁচ সদস্যের টিম দুই ছাত্রের পরিবারের সাথে কথা বলার পর ঘটনায় পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ জানিয়ে সিবিআই তদন্তের দাবী করেন।
সেভ ডেমোক্রেসির পক্ষে চঞ্চল চক্রবর্তী বলেন, গণতন্ত্র রক্ষা করা যাদের হাতে তারাই গণতন্ত্রের হত্যা করেছেন। যে নির্মমভাবে দুই ছাত্রকে গুলি করে খুন করা হয়েছে তাতে করে এরাজ্যে গণতন্ত্র বিপন্ন। তাই আমরা এই ঘটনার সিবিআই তদন্ত দাবী করছি। উল্লেখ্য গত কয়েক দিন যাবত সোশাল মিডিয়ায় বুদ্ধিজীবীদের নীরবতা নিয়ে বেশ কটাক্ষ ও বিদ্রুপ চলছে।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)