ইসলামপুরের ছাত্র খুনের প্রতিবাদে মেখলীগঞ্জে পথ অবরোধ ও ছাত্র ধর্মঘট

স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ২৩ই সেপ্টেম্বর, ২০১৮: ইসলামপুরে দাড়িবিট স্কুলে পুলিশের গুলিতে মৃত দুই কলেজ পড়ুয়া তাপস বর্মণ ও রাজেশ সরকারের হত্যার প্রতিবাদে কুচবিহারের মেখলীগঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ছাত্র সংগঠন এ.বি.ভি.পি৷ গতকাল, মেখলীগঞ্জের কয়েকটি স্কুল, মেখলীগঞ্জ কলেজ কার্যত পঠন পাঠন বন্ধ থাকে৷ পথ অবরোধের জেরে এক ঘন্টা যান চলাচলও বন্ধ থাকে৷ পরে, মেখলীগঞ্জ পুলিশ এসে পথ অবরোধ তুলে দেয়৷ গতকাল এ.বি.ভি.পি ছাত্র সংগঠনের সদেস্যরা মেখলীগঞ্জ রাজপথ অবরোধ করার পর মেখলীগঞ্জ কলেজে গেটেও অবস্থান বিক্ষোভ দেখান৷ পথ অবরোধ এবং বিক্ষোভের জেরে কার্যত আজ মেখলীগঞ্জের কয়েকটি স্কুল এবং মেখলীগঞ্জ কলেজ পাঠন পাঠন বন্ধ থাকে৷ উল্লেখ্য, স্কুলে শিক্ষক নিয়োগ ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গুলিবৃদ্ধ হয়ে মৃত্যু হয় দুই কলেজ ছাত্রের৷ মৃত দুই ছাত্রের পরিবার দাবি করছে পুলিশের গুলিতে মৃত্যূ হয় এদের৷ গুলি চলিয়ে ছাত্র মেরে ফেলার প্রতিবাদে গতকাল মেখলীগঞ্জ শহরের পথে থেকে কলেজ চত্তর পথ অবরোধ করে ধিক্কার মিছিল করা হয়৷ প্রতিবাদে ধিক্কার সভায় অংশগ্রহণ করেন এ.বি.ভি.পি ছাত্র সংগঠনের সাথে সদেস্য ছাড়াও এলাকায় সাধারণ মানুষ৷ কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত ছিল মেখলীগঞ্জ পুলিশ৷ এ.বি.ভি.পি ছাত্র নেতা – ইরফান প্রমাণিক জানান – শাসক দল তৃণমূল কংগ্রেস পরিচালিত পুলিশ গুলিতে নিহত হন ইসলাম পূরের দুই ছাত্র, এর প্রতিবাদে এই পথ অবরোধ ও বিক্ষোভ৷

ছবি ও ভিডিওঃ স্বপন রায় বীর (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!