মেখলীগঞ্জে সোসাল মিডিয়ায় সম্প্রদায়িক পোস্ট, গ্রেপ্তার এক যুবক
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ১২ই জানুয়ারি ২০১৮: সোসাল মিডিয়া ফেসবুকে সম্প্রদায়িক পোস্টকে ঘিরে উত্তাল কোচবিহার জেলার মেখলিগঞ্জ৷ গত কাল রাত সাড়ে ১০ টা নাগাদ মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি থানার ওসি এক যুবককে গ্রেপ্তার করে৷ জানা যায় – গত ১৮ই সেপ্টেম্বর ২০১৭ সালে জ্যোতি বিকাশ রায় নামে এক যুবক ফেসবুকে এক সম্প্রদায় গ্লানি ভিত্তিক পোস্ট করে, এই পোস্টটি ফেসবুকে ঘুরতে ঘুরতে পৌঁছায় প্রশাসনিক মহলে, এদিন ওই যুবক কে গ্রেপ্তার করে কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার কুচলিবাড়ি থানার পুলিশ, আজ বিকেল তিনটে নাগাত তাকে মেখলিগঞ্জ কোর্ট এ তলা হয়, নযুবকের পরিবার সূত্রে জানান হয় ছেলেটি ভূল করে পোস্ট করেছে, আমাদের আর এমন পোস্ট করবে না৷ অন্যদিকে, গ্রেপ্তার এর খবর ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য কুচলিবাড়ি এলাকায়৷
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)