ফালাকাটায় রিলিজ করল রাজবংশী ছবি ‘ও সাথীরে’
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৮ই সেপ্টেম্বর, ২০১৮: গত সন্ধ্যায় ফালাকাটা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েগেল রাজবংশী ভাষার চলচিত্র ‘ও সাথীরে’ – এর প্রিমিয়ার শো। এর উদ্বোধন করেন পদ্মশ্রী পুরস্কার প্রাপক করিমূল হক, উপস্তিত ছিলেন প্রাক্তন মন্ত্রী যোগেশ বর্মণ, জেলাপরিসদের সদস্য সন্তোষ বর্মণ, শালবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক ডঃ কৃষ্ণ দেব, ‘ও সাথীরে’ সিনেমার প্রযোজক ধনীরাম ভগত, নির্দেশক মিন্টু ইসলাম, পূর্ণদেব রায়, মূল অভিনেতা প্রসেনজিত রায় সহ সকল কলাকুশলী। উত্তরবঙ্গের রাজবংশী ভাষাকে জনপ্রিয় করতে ও বিশ্বের দরবারে বিশেষ জায়গা করতে ও উত্তরবঙ্গের কৃষ্টি সংস্কৃতি প্রকৃতি বৈচিত্র তুলে ধরতে ও এই অঞ্চলের প্রতিভা তুলে ধরতে এই প্রয়াস বলে জানালো উদ্যোগতারা। এই মঞ্চে উঠে আসে উত্তরবঙ্গে একটি উন্নত মানের ফ্লিম সিটি গড়ার কথা। এখানে ফ্লিম সিটি গড়ে উঠার জন্য উত্তম পরিবেশ ও প্রকৃতি রয়েছে। উদ্যোগ নিলে ফ্লিম সিটি তৈরির জন্য উত্তম পরিকাঠামো গড়ে তোলা সম্ভব।
ছবি ও ভিডিওঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)