টুরিস্ট ভিসা নিয়ে ভারতে অবৈধ ব্যাবসা করার অপরাধে গ্রেপ্তার ৩ বাংলাদেশী
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, হাইলাকান্ডি, ১৮ই সেপ্টেম্বর, ২০১৮: ভারতীয় পাসপোর্ট আইন ১৯৬৭ এর ঘোর লঙ্ঘনের জন্যে তিন জন বাংলাদেশী কে আটক করল আসামের হাইলাকান্ডি জেলার পুলিশ। হাইলাকান্ডি জেলার পুলিশ সুপারিন্টেন্ড্যান্ট শ্রী মোহনিশ মিশ্র সংবাদ মাধ্যম কে জানায় তিন জন বাংলাদেশী নাগরিক কে ভারতে অবৈধ ভাবে ব্যাবসা করার জন্যে আটক করা হয়েছে। এর কারন তিন জনের কাছে বৈধ পাসপোর্ট রয়েছে কিন্তু তারা এ দেশে টুরিস্ট ভিসা নিয়ে পর্যটন করবার জন্যে আবেদন করে এসেছিল। গোপন সুত্র মারফৎ খবর পাওয়া যায় যে তারা এই দেশে কিছু ব্যাবসা করবার জন্যে এসেছিল এবং ব্যাবসাও শুরু করেছিল। সময় না নষ্ট করে তাদের পুলিশি হেপাজতে নেওয়া হয়। তাদের ধরা হয় আসামের গোপালগঞ্জ জেলার ভুলবাড়ি অঞ্চল থেকে। তাদের নাম মহঃ হাফিজ মোল্লা, আয়ার আলি, এবং মহঃ বাবলু মোল্লা। বর্তমানে পুলিশ তাদের বিষয়ে এবং তাদের ব্যাবসার বিষয়ে খতিয়ে দেখছে।
ছবিঃ সংবাদ চিত্র