‘দুই হাজার উনিশ, বিজেপি ফিনিস’ এবং মমতা ভারতের প্রধান মন্ত্রী – রবিন্দ্রনাথ

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টী.এন.আই গুয়াহাটি ১১ই এপ্রিল, ২০১৮: বেশ কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি অসমের উদ্দ্যেশে বলেছিলেন বাঙালী হেনস্থা কিছুতেই মেনে নেওয়া হবে না। এবার অসম সফরে এসেছেন বেশ কিছু তৃনমূল নেতা, বিধায়ক ও মন্ত্রী উদ্ভুত পরিস্থিতি খতিয়ে দেখবার জন্যে। সূত্রের খবর ‘ডি’ ভোটার, ডিটেনশন ক্যাম্পে বাঙালীদের নাগরিকত্বের ব্যাপারে খোঁজ খবরও করবেন তারা বলেও শোনা যাচ্ছে। তৃনমূলের যে সকল নেতারা অসম এসেছেন তার মধ্যে পশ্চিমবঙ্গ নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, এনবিডিডি মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ, পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটন মন্ত্রী শ্রী গৌতম দেব, আছেন। দলের নেতা মন্ত্রীদের রাজ্যে আগমনের জন্যে রাজধানী গুয়াহাটির লতাশিল এলাকার বিষ্ণু নির্মলা ভবনে তৃনমূল কংগ্রেসের একটি কর্মী সম্মেলনও আয়োজন করা হয়েছিল। এই সভায় সব তৃনমূলের নেতাই অসমের নাগরিকদের বিজেপির হাত ছেড়ে তৃনমূল কংগ্রেসের সঙ্গে যোগ দেবার জন্যে আহ্বান জানিয়েছেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এনবিডিডি মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ জানায় যে ২০১৯শে একটাই স্লোগান হবে ‘দুই হাজার উনিশ বিজেপি ফিনিস’ এর সাথে সাথে তিনি এক প্রশ্নোত্তরে বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির ২০১৯শে ভারতে প্রধানমন্ত্রী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে?

ছবিঃ সংবাদ চিত্র

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!