চোপড়ায় জনতার দরবারে প্রশাসন
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১৫ই সেপ্টেম্বর, ২০১৮: শনিবার চোপড়া ব্লক প্রশাসনের উদ্যোগে স্থানীয় উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হলো জনতার দরবারে প্রশাসন। এদিনের এই আয়োজনকে ঘিরে চোপড়ায় হাজির ছিল রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের স্টল। যা থেকে এলাকার বাসিন্দারা সরেজমিনে জেনে বুঝে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে। এদিনের এই অনুষ্ঠানে জেলাশাসক উপস্থিত থাকতে না পারলেও জেলা প্রশাসনের পদস্থ কর্তারা সহ ইসলামপুরের মহকুমা শাসক মনীশ মিশ্র, চোপড়ার বিডিও জুনাইদ আহমেদ, চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান করন মার্ডি সহ অন্যন্যরাও উপস্থিত ছিলেন। এদিন প্রায় শতাধিক উপভোক্তাকে রাজ্য সরকারের বাংলা আবাস যোজনা, সবুজশ্রী, কন্যাশ্রী সহ বিভিন্ন প্রকল্পের অন্তর্ভুক্ত সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি রাজ্য সরকারের জনতার দরবারে প্রশাসনের মতো এহেন জনকল্যাণমূলক ভাবনার প্রশংসা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও অতীতের ভুলভ্রান্তি ভুলে গিয়ে নতুন করে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে প্রতিটি বাসিন্দার ঘরে ঘরে পৌঁছে দিতে আহ্বান জানান ইসলামপুরের মহকুমা শাসক মনীশ মিশ্র।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)