ভোট কর্মীদের নিরাপত্তার দাবীতে স্মারকলিপি জমা পড়ল ফালাকাটায়

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৪শে ফেব্রুয়ারি, ২০২১: ভোট কর্মীদের নিরাপত্তা, সমস্ত মহিলা ভোট কর্মীদের ভোটদান পরিচালনার প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া, ভোট প্রক্রিয়া শেষে সমস্ত ভোট কর্মীদের নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, আকস্মিক ভাবে কোন ভোট কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে চাকরি ও ৭৫ লক্ষ টাকার বীমার আওতায় আনা, প্রত্যেক ভোটগ্রহণ কেন্দ্রের বিদ্যুৎ পানীয় জল এবং পরিচ্ছন্ন ও ব্যবহার যোগ্য শৌচাগারের ব্যবস্থা করা এবং ভোট পরিচালনার জন্য ভোট কর্মীদের ভাতার পরিমাণ বৃদ্ধি করা সহ মোট ছয় দফা দাবিতে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ফালাকাটা শাখার পক্ষ থেকে ফালাকাটার সমষ্টি উন্নয়ন আধিকারিককে একটি স্মারকলিপি দেওয়া হল মঙ্গলবার। মহিলা ভোট কর্মী প্রতিমা প্রামানিক স্মারকলিপি দিয়ে তিনি জানান যে আমরা স্বামী-স্ত্রী দুজনেই আমরা সরকারি কর্মচারী আমাদের দুজনেরই ভোটের ডিউটি পড়েছে এরকম আমাদের মত প্রচুর আছেন যে সকল মহিলারা যারা স্বামী-স্ত্রী দুজনেই চাকরি করে তাদের একটি বা দুটি করে সন্তান রয়েছে তারা সেই সন্তান বাড়িতে একা রেখে তাদের ভোটের ডিউটি করতে যাওয়া খুবই অসম্ভব ব্যাপার। এই বিষয়টি নির্বাচন কমিশন সহানুভূতির সঙ্গে দেখেন তাহলে তারা খুবই উপকৃত হবেন।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!