ফালাকাটা দেওগাঁও হাই স্কুলে শুরু হল ছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণ
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৪ই সেপ্টেম্বর, ২০১৮: আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে ও ফালাকাটা ব্লক প্রশাসন কন্যাশ্রী বিভাগের সহোযোগিতায় ফালাকাটা দেওগাঁও হাই স্কুলে কন্যাশ্রী ছাত্রীদের নিয়ে শুরু করল ক্যারাটে প্রশিক্ষণ শিবির। এই কন্যাশ্রী ছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষনের দায়িত্ব পড়েছে ফালাকাটা ক্যারাটে অ্যাকাডেমির ওপর। মুখ্য প্রশিক্ষক সেনসেই দেবাশীষ সিনহা টি.এন.আই কে জানান “ক্যারাটে শিখলে মানসিক বিকাশ ঘটে। বিভিন্ন রোগ জীবাণু হাত থেকে রক্ষা পাওযা যায়। আত্ম রক্ষার কৌশল শেখা যায় এবং আত্ম নির্ভর হওয়া সম্ভব। ক্যারাটে কোর্সের অন্তর্ভুক্ত। এশিয়ান গেমস্ ও অলেম্পীকে এর একটি বিশেষ জায়গা আছে। ক্যারাটে শিখলে উজ্জ্বল ভবিষতে হওয়ার সম্ভাবনা থাকছে। বিশেষ করে এখনকার সমাজে মহিলাদের বেশি করে ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন এর গুরুত্ব বুঝেই রাজ্য সরকার উদ্যোগী হয়ে কন্যাশ্রী ছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষনের ব্যাবস্থা গ্রহন করেছে”। ফালাকাটা দেওগাঁও হাই স্কুলের প্রধান শিক্ষক দীপক বর্মণ টি.এন.আই কে জানান, “জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। মোট ১০০ জন কন্যাশ্রী ছাত্রীদের ৫০ ঘন্টা এই প্রশিক্ষণের ব্যাবস্থা করেছে। এর ফলে ছাত্রীরা আত্মরক্ষার কৌশল শেখার পাশাপাশি শারীরিক ও মানসিক ভাবেও বিকাশ ঘটবে”। ফালাকাটা ব্লক সমাজকল্যাণ আধিকারিক রোশন লামা বলেন, ফালাকাটা ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে প্রত্যেক ক্যারাটে শিক্ষার্থী কে ক্যারাটের পোশাক ও প্রশিক্ষণ শেষে শংসাপত্র দেওয়া হবে ও ধাপে ধাপে প্রতিটি স্কুলের কন্যাশ্রী ছাত্রীদের এই প্রশিক্ষণের ব্যাবস্থা করা হবে। প্রথম ধাপে ফালাকাটা ব্লকের ১০ টি স্কুলে এই ক্যারাটে প্রশিক্ষণের ব্যাবস্থা করা হয়েছে।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)