সারা রাজ্যের মত ইসলামপুরে সাড়ম্বরে পালিত হলো গণপতি উৎসব

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১৩ই সেপ্টেম্বর, ২০১৮: সারা দেশের পাশাপাশি ইসলামপুরেও সাড়ম্বরে পালিত হচ্ছে গণেশ উৎসব। যদিও মাঝে মধ্যে এক পশলা বৃষ্টি গণপতি উৎসবের আনন্দকে মাটি করার চেষ্টা করছে। তথাপি বৃস্টিকে উপেক্ষা করে গণপতি বাপ্পা মোরিয়া এর তালে চরম উৎসাহিত উদ্যোক্তাদের ইচ্ছাশক্তি তুঙ্গে। জানা গিয়েছে, ইসলামপুর শহরে এবছর পাঁচটি বড়ো গণেশ পুজো হচ্ছে।

এছাড়াও সোনাপুর, চোপড়া, পাঁজিপাড়া, কানকি, করনদিঘি সর্বত্র গণেশ পূজাকে কেন্দ্র করে মেতে উঠেছে স্থানীয় বাসিন্দারা। ইসলামপুর বাস টার্মিনাসে এবছর প্রথম গণেশ পুজোর আয়োজন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। এছাড়াও মিলনপল্লী গণেশ পুজা কমিটি এবছর তাঁদের নবম বর্ষ পালন করছে। পাশাপাশি তিন বছরে পা দেওয়া সংগ্রামী সঙ্ঘের ১১ হাত মাটির প্রতিমা ও ২১ হাত থ্রি ডি অনিমেনসনের প্রতিমা ইতিমধ্যেই শহরবাসীর কাছে আলোচনার কেন্দ্রে রয়েছে। এছাড়াও ইসলামপুর বাজারের লোহাপট্টি রোডের বহু পুরাতন পুজোকে ঘিরে বাজার এলাকার বাসিন্দাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার খামতি নেই।

ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!