নাগরাকাটায় ৩১ সি জাতীয় সড়কের ডাইভারশন ভেসে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ১০ই সেপ্টেম্বর ২০১৮: রবিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে ভেসে গেল নাগরাকাটা ব্লকের গ্রাসমোর চা বাগান সংলগ্ন ৩১সি জাতীয় সড়কের ডাইভারশন। জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ চলার কারণে বালুখোলা নদীর উপরের পুরাতন সেতুটি ভেঙ্গে নতুন চওড়া সেতু নির্মাণের কাজ চলার কারণে বানানো হয়েছিল এই ডাইভারশনটি। বালুখোলা নদীর প্রবল জলোচ্ছ্বাসের কারণে ডাইভারশনটি মারাত্মক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। ফলে সড়ক পথে বানারহাট ও নাগরাকাটার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)
Facebook Comments