টানা বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা, হড়পা বানে ভাসল বানারহাট-বিন্নাগুড়ি
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ১০ই সেপ্টেম্বর ২০১৮: ভুটান পাহাড় ও সমতলে তীব্র বৃষ্টির জেরে রবিবার মাঝরাতে আচমকাই হাতিনালায় (উমেশ খাল)প্রবল জলস্ফীতি দেখা দেয়। প্লাবিত হল বানারহাট ও বিন্নাগুড়ির বিস্তীর্ণ এলাকা। জলের তোড়ে ভেসে যায় বানারহাট স্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইনের নিচের অংশ। কার্যত শূন্যে ঝুলতে থাকে রেললাইন। বন্ধ হয়ে যায় আলিপুরদুয়ার-শিলিগুড়ি রুটে রেল চলাচল। জলের তীব্রতার জেরে বানারহাট শান্তিপাড়া ও হাসপাতাল পাড়ায় বেশ কিছু লোক আটকে পড়েন। বানারহাট হাসপাতালে আটকে থাকা রোগীদের উদ্ধার করে অন্যত্র স্থানান্তরের কাজে হাত লাগান বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। নামানো হয় লাইফবোট। এরই পাশাপাশি নাগরাকাটার গ্রাসমোর চা বাগান সংলগ্ন ৩১সি জাতীয় সড়কের উপর বানানো ডাইভার্শানটিও বালুখোলা নদীর প্রবল জলোচ্ছ্বাসের জেরে ভেসে যায়। ফলে জাতীয় সড়কেও জান চলাচল ব্যাহত হয়। এদিন দুপুর পর্যন্ত বিকল ছিল এই এলাকার টেলি যোগাযোগ ব্যবস্থাও। ব্লক প্রশাসনের আধিকারিকেরা বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আসেন। দুপুরের পর থেকে বন্যার জল নামা শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। যদিও বানারহাট ও বিন্নাগুড়িতে পি.এইচ.ই’র সরবরাহ করা পানীয় জল ছাড়া জলের বিকল্প কোনও উৎস না থাকায় এলাকার বাসিন্দারা প্রবল পানীয়জলের ভুগছেন।
ছবি ও ভিডিও: অঙ্কিতা সেন (টি.এন.আই)