ভারত বনধে্ মিশ্র সারা পাওয়া গেল দক্ষিণবঙ্গে
ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই) । টি.এন.আই সম্পাদনা
বাংলাডেস্ক, টি.এন.আই, কলকাতা, ১০ই সেপ্টেম্বর, ২০১৮: মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামপন্থীদের এবং কংগ্রেসের ডাকা ভারত বনধে মিশ্র প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গে। শহর কলকাতায় সাধারণ সোমবারের মত না হলেও দোকান বাজার ছিল খোলা। যানবাহন মোটামুটি ভাবে চলেছে। চিত্রটা শ্যামবাজার, উল্টোডাঙা, গরিয়াহাট ইত্যাদি ব্যাস্ততম জায়গায় প্রায় ছিল একই।
সেই ভাবে পূজার বাজার না জমলেও মূল্য বৃদ্ধির ভারত বনধ ফিকে করতে পারেনি শহরের বেশিরভাগ বাজার কে। এদিনে দক্ষিণবঙ্গের জেলার রাস্তাঘাটে মানুষের সংখ্যা ছিল দৈনিকের তুলনায় কম হলেও নগণ্য বলা যায় না। নিত্য যানবাহন যেমন – বাস (বেসরকারি), রিক্সা, অটো ছিল প্রতিদিনের মতই। সরকারি নির্দেশের ফলে সরকারি দপ্তরে হাজিরা ছিল প্রতিদিনের মতই। তবে কংগ্রেস শাসিত জেলাগুলোতে সিংহভাগ দোকানপাট ও ব্যবসায়িক সংস্থাগুলো ছিল বন্ধ। কিছু কিছু এলাকায় বনধ ছিল সর্বাত্মক যেমন নদীয়ার চাকদহ, শহরতলীর সন্তোষপুর। বীরভুম জেলা ইত্যাদি।
ছবি সৌজন্যেঃ প্রিয়া সরদার (কলকাতা)