পরিবহন হেল্পডেস্ক সরাল ইসলামপুর প্রশাসন, আবার বেকার হল বহু যুবক
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১০ই সেপ্টেম্বর, ২০১৮: বিনা আগাম নোটিসে ইসলামপুর মহকুমা আঞ্চলিক পরিবহন দপ্তরে হেল্প ডেস্ক চালানো বেকার যুবক যুবতীদের সরে যেতে নির্দেশ দিল ইসলামপুর মহকুমা প্রশাসন। সংশ্লিষ্ট বিষয়ে ইসলামপুরের এসডিও মনীশ মিশ্র ও জেলাশাসক অরভিন্দ মিনাকে বারবার ফোনে যোগাযোগ করা হলেও তাঁরা ফোন ধরেননি। জানা গিয়েছে, গত পাঁচ বছর ধরে ইসলামপুর মহকুমা আঞ্চলিক পরিবহন দপ্তরে মানুষের সুবিধার্থে হেল্প ডেস্ক করে নিজের ও পরিবারের জীবিকা নির্বাহ করে আসছে বেশকিছু যুবক যুবতী। আচমকা ইসলামপুরের মহকুমা প্রশাসনের তরফে তাঁদের সরে যেতে বলা হয়। এমনকি মহকুমা শাসকের নির্দেশে তাঁদের ব্যবহারযোগ্য চেয়ার টেবিল শেডের বাইরে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। বেকার যুবক সুপ্রিয় রায় বলেন, আমরা গত পাঁচ বছর ধরে এখানে কাজ করছি তাও পুরসভার ড্রেনের উপরে। আমাদের আগাম কিছু না জানিয়েই আমাদের সরে যেতে বলেছেন মহকুমা শাসক। ইসলামপুরের পুরসভা, ভূমি দপ্তর সহ বিভিন্ন সরকারী দপ্তরে ভেন্ডাররা কাজ করছে। তাদেরকেও উচ্ছেদ করে দিক আমরা সরে যাব। আমরা ইতিমধ্যে বিষয়টি এসডিও, ডিএম, বিধায়ক ও পরিবহন মন্ত্রীকে লিখিত আকারে জানিয়েছি। আমাদের বেকার যুবক যুবতীদের জীবিকায় হাত পড়লে বৃহত্তর আন্দোলনে নামব।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)