শিলিগুড়িতে রক্তারক্তি কাণ্ডের খবর করতে গিয়ে আক্রান্ত সাংবাদিকরা
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৮ই সেপ্টেম্বর, ২০১৮: মদ্যপান যে বন্ধুত্ব নষ্ট করতে পারে তা আবার প্রমাণিত হল শিলিগুড়ির হায়দারপাড়াতে। খবরের প্রকাশ আজ সন্ধ্যেবেলায় হঠাৎ একটি বাড়ি থেকে আশেপাশের বাসিন্দারা গন্ডগোলের শব্দ শুনতে পায়। ছুটে গীয়ে দেখে সেই বাড়ির ঘরে রক্তে রক্তময়। স্থানীয় সূত্রের খবর এই বাড়িতে চার বন্ধু মেস করে থাকতো। এরা সকলেই শিলিগুড়ির সেবক রোডের একটি বেসরকারি ব্যাংকের কর্মী। আজ ছুটির দিন থাকাতে এরা সকলেই মদ্যপান করে। তবে সন্ধ্যের দিকে কোন কিছু নিয়ে এদের মধ্যে ঝামেলা শুরু হয়।
সেই ঝামেলা এমন পর্যায় পৌছায় যে তাদের মধ্যে কথা কাটাকাটি থেকে রক্তারক্তি পর্যন্ত গড়ায়। আশেপাশের লোকেরা ছুটে এসে দেখে দুই জন রক্তের মধ্যে পরে রয়েছে। তড়িঘড়ি করে আহত দুজনকে নিয়ে যায় শিলিগুড়ি জেলা হাসপাতালে পৌঁছান এলাকার মানুষ। খবর পেয়েই ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসে। বাকি দুই ব্যেক্তিকে আটক করে পুলিশ নিয়ে যায়। পুলিশ সুত্রে খবর যে তদন্ত শুরু করা হয়েছে। এর মধ্যেই কিছু ব্যেক্তি শিলিগুড়ি হাসপাতাল চত্তরে খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলা করে। ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে। শুরু করে হুমকি। এরপর যখন সাংবাদিকরা প্রতিবাদ শুরু করে। হাসপাতাল থেকে চম্পট দেয় সেই যুবকেরা।