সারা দেশের মত শিলিগুড়িতেও উদ্বোধন হল ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক পরিষেবা
ভাস্কর চক্রবর্তী (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি ১লা সেপ্টেম্বর, ২০১৮: সারা দেশের মত শিলিগুড়ি পোস্ট অফিসেও আজ অর্থাৎ শনিবার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক পরিষেবা উদ্বোধন হল। এই পরিষেবা শিলিগুড়িতে উদ্বোধন করলেন দার্জিলিঙের লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শ্রী এস.এস আলুওয়ালিয়া। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকশালবাড়ি – মাটিগাড়া বিধান সভা কেন্দ্রের বিধায়ক শ্রী শঙ্কর মালাকার, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অধ্যাপক শ্রী তাপস সরকার, ডিরেক্টর অফ পোস্টাল সার্ভিস (নর্থ বেঙ্গল রিজন) শ্রী সি.এল লাল ফোকজোয়ালা প্রমুখ। যদিও আমন্ত্রিতদের তালিকায় থাকলেও তৃণমূলের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। মন্ত্রী আলুওয়ালিয়া এদিন কুইক রেসপন্স কার্ড বিতরণ করেন। এই উপলক্ষে পোস্ট অফিসের কর্তারা টি.এন.আইকে জানান যে, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস নামক এই ব্যাংকের গ্রাহকদের টাকা লেনদেনের ক্ষেত্রে কোনো প্রকার ফর্ম লেখালেখির প্রয়োজন নেই। এছাড়া পাস বইয়ের বদলে গ্রাহকদের দেওয়া হবে কুইক রেসপন্স কার্ড এবং কার্ডটি কাউন্টারে সোয়াইপ করে গ্রাহকের আঙুলের ছাপের মাধ্যমে টাকা লেনদেনের কাজ সুসম্পন্ন হবে। পাশাপাশি এই পরিষেবা চালু হওয়ার পর গ্রাহক ফান্ড ট্রান্সফার, ব্যাল্যান্স এনকুয়েরি, অনলাইন বিল পেইমেন্টের মত নানাবিধ পরিসেবা অতি সহজেই উপলব্ধ করতে পারবেন।