আজ থেকে শুরু হল কুচবিহার জেলার মাথাভাঙা কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসব

ভাস্কর চক্রবর্তী (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, মাথাভাঙ্গা ১লা সেপ্টেম্বর, ২০১৮: আজ শনিবার সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে মাথাভাঙ্গা কলেজে যেন বসেছিল চাঁদের হাট। আজ মাথাভাঙ্গা কলেজের প্রাঙ্গণে শুভারম্ভ হয় সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বন মন্ত্রী শ্রী বিনয় কৃষ্ণ বর্মণ, এন.ডি.ডি.বি’র ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ, কুচবিহার জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী পুস্পিতা রায় ডাকুয়া, কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রী দেবকুমার মুখোপাধ্যায় প্রমুখ। আগামী ৩ দিনব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে হতে চলেছে মাথাভাঙ্গা কলেজের ৫০তম বর্ষ উদযাপন। শনিবার সকাল ১০টায় সি.টিম মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং বিকেলে মঞ্চস্থ হয় আমন্ত্রিত বাংলাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী “দোয়েল রাজার” গান। ২রা সেপ্টেম্বর, রবিবার; প্রাক্তনীদের দ্বারা সাংস্কৃতিক মঞ্চানুষ্ঠান হবে ও দার্জিলিং থেকে আগত নৃত্যশিল্পীরা তাদের নৃত্য পরিবেশন করতে চলেছে। পাশাপাশি বিকেলে মঞ্চে থাকবেন আসাম থেকে আগত বিশিষ্ট সংগীত শিল্পী “রহিমা বেগম কলিতা।” আগামী ৩রা সেপ্টেম্বর, সোমবার; আমন্ত্রিত হয়েছে কলকাতা তথা বাংলার প্রিয় সঙ্গীত শিল্পী “রূপঙ্কর বাগচী।” এবং তিনি সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন বলে কলেজ কর্তৃপক্ষ টি.এন.আইকে জানান।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!