৬ বছরের শিশুর টিউমার ফেটে রক্তপাত, দিশেহারা ফালাকাটার হত দরিদ্র ঢাক-বাদক
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা ৩০শে অগাস্ট, ২০১৮: অর্থাভাবে মাথায় টিউমার ফেটে রক্ত বের হচ্ছে চিকিৎসা হচ্ছে না ফালাকাটার হাটখোলার অনাথ পল্লীর হতো দরিদ্র ৬ বছরের শিশু সন্তু রুহীদাসের। তার চিকিৎসার খরচ যোগাতে পথে বসেছে পরিবারটি। ছেলের চিকিৎসার জন্য কোন সহৃদয় ব্যাক্তি বা প্রতিষ্টানের সাহায্য চান হতো দরিদ্র ঢাক-বাদক বাবা ও সন্তুর মা। সন্তু রুহীদাসের বাবা প্রদীপ রুহী দাস ঢাক বাদক ও মা আলো রুহী দাস গৃহবধূ। তারা জানান, দুই বছর বয়স থেকে ছেলের মাথায় টিউমার লক্ষ করে, সে সময় ফালাকাটা হসপিটালে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করায়। এভাবেই বছর কাটতে থাকে। হটাৎ করে দিন কয়েক আগে সেই টিউমার ফেটে প্রচন্ড রক্তপাত হতে থাকে। কিছুতেই বন্ধ হচ্ছিল না রক্তপাত।
সে অবস্থায় পাড়া পড়শিদের থেকে ধার দ্যানা করে কিছু টাকা জোগাড় করে কলকাতার এসএসকেএম হসপিটালে নিয়ে গেলে সেখানে পাঁচজন ডাক্তারের একটি ম্যাডিকেল টিম বসে পরীক্ষা নিরীক্ষা করে সাময়িক রক্তপাত বন্ধ করে ব্যাঙ্গালুরু নিয়ে যাবার পরামর্শ দেন। তারা বলেন একদিনের মধ্যেই নিয়ে যেতে হবে। কিন্তু তার জন্য যাওয়া আসা ও চিকিৎসা খরচ প্রচুর সে সমর্থ নেই ঢাক বাদক বাবার। এখন তার অফ-সিজন চলছে, নেই কাজ খাওয়া জোটেনা রোজ। এই অবস্থায় কোন সহৃদয় ব্যাক্তি বা প্রতিষ্ঠান সাহায্যের হাত বাড়িয়ে দিলে বেঁচে যাবে নিষ্পাপ শিশুটির প্রাণ। মাথার প্রচন্ড যন্ত্রণায় কাতর হয়ে পড়েছে শিশুটি। বাবা মার চোখ দিয়ে বয়ে চলেছে অঝোরে জল। আর একটু সাহায্যের আশায় ছেলের মুখের দিকে তাকিয়ে বসে আছে। শিশু সন্তু কেঁদেই চলেছে মা আমার মাথা ব্যাথা কমিয়ে দেও।
ভিডিওঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)