ফালাকাটায় আয়ুর্বেদীয় মহাসংঘ সম্মেলনে উঠে এল আলিপুরদুয়ারে আয়ুর্বেদ কলেজের দাবী
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা ২৮শে অগাস্ট, ২০১৮: গতকাল বঙ্গীয় আয়ুর্বেদীয় মহাসংঘ ফালাকাটা ব্লক কমিটির প্রথম বর্ষ সন্মেলন অনুষ্ঠিত হলো ফালাকাটায়। এই সন্মেলনে উপস্তিত ছিলেন ফালাকাটার বিধায়ক শ্রী অনিল অধিকারী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক শ্রী তপন ভট্টাচার্য, সহ সভাপতি শ্রী সন্তোষ শর্মা, কোষাধ্যক্ষ সহ ১৫০ এরও বেশি সদস্য।
সন্মেলনে সর্ব সম্মতিক্রমে শ্রী বিক্রম সাহা সভাপতি, শ্রী অরুনাংশু মৈত্র সম্পাদক ও প্রসেনজিত সাহা কোষাধ্যক্ষ মনোনীত করে ২১ জনের একটি কার্যকারী কমিটি গঠিত হয়। সন্মেলনে উঠে আসে আয়ুর্বেদীয় সমনদিয় বিভিন্ন আলোচনা। আলোচনায় উঠে আসে যারা গ্রামীণ বা বংশ পরম্পরায় বা গুরু-শীর্ষ পরম্পরায় আয়ুর্বেদীক চিকিৎসকদের সরকারি স্বীকৃতি প্রদান ইত্যাদি। এছারাও আলিপুরদুয়ার জেলার তাপসীখাতায় আয়ুর্বেদ এর সরকারি জমিতে আয়ুর্বেদ কলেজ, ভেষজ উদ্যান ও গবেষণা কেন্দ্র স্থাপন, প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে আয়ুর্বেদীক ডাক্তার নিয়োগ প্রভৃতি দাবি উঠে আসে।
ছবিঃ টি.এন.আই – ফালাকাটা