এবার বানারহাটেও ব্যাংক এ.টি.এম ভেঙে টাকা চুরির চেষ্টা দুষ্কৃতীদের
অঙ্কিতা সেন (টী.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, বানারহাট ২৫শে অগাস্ট, ২০১৮: শুক্রবার এক চাঞ্চল্যকর ঘটনায় বানারহাটবাসীদের কপালে চিন্তার ভাজ পড়েছে। গতকাল বানারহাট বাজারের ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম ভেঙে টাকা চুরি করার চেষ্টা করা হয়েছে। উল্লেখ্য ঘটনাটি গভীর রাতে হয়েছে বলেই অনুমান। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে কিছু এলাকাবাসীদের এই কাউন্টারে এটিএম মেশিন ভাঙা অবস্থায় দেখে এই চুরির চেষ্টার ব্যাপারটা সবার গোচরে আসে। ব্যাঙ্কের পক্ষ থেকে বানারহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। ব্যাঙ্কের ম্যানেজার জানিয়েছেন, মেশিন ভাঙা হলেও টাকা খোয়া গিয়েছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ইঞ্জিনিয়ার আসার পর পুলিশের উপস্থিতিতে মেশিন খুলে দেখার পর বিষয়টি পরিস্কার হবে। তার পরই পুলিশের উপস্থিতিতেই সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হবে।
ছবিঃ অঙ্কিতা সেন (টী.এন.আই)