সি.আই.আই – ইয়ং ইন্ডিয়ান্সে পরিচালিত শিশু যৌন নির্যাতনের ওপর ওয়ার্কশপ হল শিলিগুড়িতে

ভাস্কর চক্রবর্তী (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি ১৮ই অগাস্ট, ২০১৮: ইয়ং ইন্ডিয়ান্স (সি.আই.আই) নর্থবেঙ্গল জোনাল চ্যাপ্টার আজ এবং আগামীকাল একটি দুই দিন ব্যাপি শিশুদের ওপর যৌন নির্যাতন সংক্রান্ত একটি বিশেষ ওয়ার্কশপ আয়োজন করেছে। এই ওয়ার্কশপ মূলত পরিচালনা করছে শিলিগুড়িতে আগত এন.জি.ও মুম্বাইয়ের অর্পণ। অর্পণ হল এই সময়ের বিশ্বের সবচেয়ে বড় এন.জি.ও যারা শিশুদের ওপর যৌন নির্যাতন নিয়ে কাজ করছে। অর্পণ থেকে ট্রেনিং দিতে এসেছেন মাষ্টার ট্রেনার শ্রীমতী শুভাঙ্গি শিন্ডে। শ্রীমতী শিন্ডে শিলিগুড়িতে ৩০ জনকে এই ওয়ার্কশপে ট্রেনিং দিচ্ছেন।

ট্রেনিং এর পর ট্রেনিং প্রাপ্তদের কাজ হবে সমাজে তাদের আসে পাশের লোকে এই বিষয়ে অবগত করা এবং তার প্রতিকারের উপায় বের করা। এই ধরনের ওয়ার্কশপ ইয়ং ইন্ডিয়ান্স (সি.আই.আই) শিলিগুড়ি এবং আশেপাশের এলাকায় করে থাকে। এখনো পর্যন্ত গত দুই বছরে ইয়ং ইন্ডিয়ান্স (সি.আই.আই) কমপক্ষে ১০০টি সেন্সিটাইজেশন পরিচালনা করে ফেলেছে যার মধ্যে শিক্ষার্থীরা হল স্কুল ছাত্রছাত্রী, স্কুল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক – অভিভাবিকা প্রমুখ। কেন্দ্রীয় সরকারের শিশু ও মহিলা উন্নয়ন মন্ত্রকের দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় পাওয়া গিয়েছিল ভারতে অন্তত শতকরা ৫৩.২ জন শিশু জীবনে কোন না কোন সময়ে যৌন নির্যাতনের সম্মুখীন হতে হয়েছিল। সেই জন্যে এই সময়ে এই ধরনের ওয়ার্কশপ সমাজের ক্ষেত্রে আরও প্রাসঙ্গিক হয়ে পড়েছে।

ভিডিওঃ ভাস্কর চক্রবর্তী (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!