ভারতনগরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের পুরষ্কার প্রদান
আর. সুব্রত (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি, ৮ই জুলাই, ২০১৮: আজ শিলিগুড়ির ২৪ নং ওয়ার্ড কমিটির পক্ষ থেকে আজ এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয় ভারতনগরের ‘মনোরমা ভবনে’। এই সংবর্ধনা অনুষ্ঠান পৌরহিত্য করেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র-ইন-কাউন্সিল (খেলাধুলা ও শিক্ষা) ডঃ শঙ্কর ঘোষ। এছারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী শ্রী স্বপন দত্ত, ডঃ বিশ্বজিৎ দত্ত, শিক্ষক শ্রী সোমনাথ চক্রবর্তী, প্রাক্তন সেন্ট্রাল ব্যাংক আধিকারিক শ্রী অলোক বিশ্বাস, সমাজসেবী শ্রী অমলেশ চক্রবর্তী প্রমুখ। এই অনুষ্ঠানের শুরুতে ডঃ শঙ্কর ঘোষ উপস্থিত ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদানকারী বক্তব্য রাখেন তিনি উপস্থিত ছাত্রছাত্রীদের বলেন শুধু মাত্র চিরাচরিত ধারায় পড়াশোনার পাশাপাশি কৌশল বৃদ্ধিকারী কোর্সেও পড়াশোনা করার জন্যে। সংবর্ধনা যে সকল ছাত্রছাত্রীরা পুরষ্কার গ্রহণ করেন তারা হলেন মাধ্যমিক স্তরে প্রসুন রায়, সায়ন্তিনি, মেধালক্ষ্মী, সিদ্ধার্থ রায় প্রমুখ। আই.সি.এস.ই এবং সি.বি.এস.সি স্তরে পুরষ্কার পেয়েছেন অন্নেশা দত্ত, নবনিতা দাস প্রমুখ। উচ্চমাধ্যমিক স্তরে পুরষ্কার পেয়েছেন সৌরভ রায়, শুভঙ্কর রায়, ভিশাল ভদ্র, সীমা সরকার, নিবেদিতা চক্রবর্তী প্রমুখ।
ছবিঃ আর. সুব্রত (টি.এন.আই)