শিলিগুরির টি.বি.আই.টি.এ’তে যৌথ মঞ্চের স্মারক লীপি

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি, ৯ই জুলাই, ২০১৮: আজ উত্তরবঙ্গের চা বাগান শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ শিলিগুড়ির মাটিগারা স্থিত তরাই ব্রাঞ্চ ওফ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনে চা বাগান শ্রমিকদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে এক স্মারকলীপি পেশ করে। এই স্মারকলীপিতে যে সকল দাবীর কথা বলা হয়েছে তা হল ১) চা বাগান শ্রমিকদের ন্যায়সঙ্গত হারে অর্থাৎ ভারতীয় মিনিমাম ওয়েজেস অয়াক্ট ১৯৪৮ অনুযায়ী (কার্যকাল ১৯৪৮ – ২০১৭) অনুসারে বেতন/মুজুরি প্রদান। ২) প্রতিটি শ্রমিককে গত ফেব্রুয়ারি ২০১৬ থেকে নিয়ম অনুযায়ী খাদ্যশস্য প্রদান অর্থাৎ প্রতিটি চা বাগান শ্রমিক যেন ৬৬০/- টাকার খাদ্যশস্য পায়। ৩) প্রতিটি চা বাগানের শান্তি অস শৃঙ্খলা যুক্ত পরিবেশ ফিরিয়ে আসা। ৪) শ্রমিকদের পুরবত্তর যত বকেয়া পাওনা রয়েছে, তা অতি সত্তর শ্রমিকদের ফিরিয়ে দেওয়া। এর পাশাপাশি উক্ত স্মারিক লিপিতে যে দাবীর কথা বলা হয়েছে সেগুলো না মানা হলে এই যৌথ মঞ্চ আগামী ২৩, ২৪ এবং ২৫ জুলাই সাধারণ ধর্মঘট ডাক্তে বাধ্য হবেন। আজের এই স্মারিক লীপি পেশ উপলক্ষে উপস্থিত ছিলেন আই.এন.টি.ইউ.সি’র নেতা শ্রী অলোক চক্রবর্তী, ইউ.টি.ইউ.সি থেকে উপস্থিত ছিলেন শ্রী প্রকাশ সেন রায়, শ্রী ভানু মৈত্র, পি.টি.ডাব্লু.ইউ থেকে শ্রী সন্তোষ টোপ্পো, বি.টি.ডাব্লু.ইউ এর পক্ষ থেকে জগদীশ লহার, সিটূ থেকে শ্রী সমন পাঠক প্রমুখ। এইদিন স্মারক লীপি জমা করবার আগে সব নেতারাই টি.বি.আই.টি.এ অফিসের সামনে জমায়েত হয়ে একটা ছোট্ট সভা করেন এই সভায় বক্তব্য রাখেন যৌথ মঞ্চের উপস্থিত প্রায় সব নেতারাই।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!