হোয়াট্সয়াপে আসতে চলেছে বিরাট বড় বদল
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টী.এন.আই, দিল্লী, ৫ই জুলাই, ২০১৮: এবার ভারত সরকারের চিঠি পেয়ে বিশ্বের সর্ব বৃহৎ ইলেক্ট্রনিক মেসেজিং অ্যাপ হোয়াট্সয়াপ কত্রিপক্ষ তাদের সবচেয়ে সফল মেসেজিং অ্যাপে এক বড় বদল আনতে চলছে। এবার থেকে যে কোন ফরওয়ার্ড মেসেজ পাঠালেই তাতে এক বিশেষ চিহ্ন থাকবে। এই চিহ্ন দেখে মেসেজ প্রাপক বুঝে যাবে যে মেসেজটি আসলে প্রেরক নিজে লেখেননি বরঞ্চ অন্য কারো মেসেজ ফরোয়ার্ড করেছেন। এই তথ্য সংবাদ মাধ্যমকে ভারত সরকারের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক (এম.ই.আই.টি.ওয়াই) থেকে জানানো হয়েছে। হোয়াট্সয়াপ কর্তৃপক্ষ থেকেও জানানো হয়েছে যে বর্তমানে এই প্রযুক্তির ওপর পরীক্ষা চালান হচ্ছে।বিশেষজ্ঞ দের মতে এই পদক্ষেপ নেওয়া হয়েছ দেশের অবস্থা মাথায় রেখে। মাস লিঞ্চিং ইত্যাদি শিকার দেশের লোকেরা হচ্ছে। তাই ভারত সরকার হোয়াট্সয়াপ এর ফরওয়ার্ডিং মেসেজ কে নিয়ন্ত্রন করার জন্যে এই ব্যাবস্থা করছে। কারন ভুয়ো মেসেজের জেরে অনেক অপরাধ হয়ে চলেছে সারা দেশে।
Facebook Comments