ইসলামপুরে আদালতের নির্দেশে লোকনাথ কলোনির গৃহহারাদের অবস্থান বিক্ষোভ

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, ইসলামপুর, ৪ঠা জুলাই, ২০১৮: বুধবার থেকে অবস্থান বিক্ষোভ শুরু করলো আদালতের রায়ে উচ্ছেদ হওয়া গৃহহারা বাসিন্দারা। ইসলামপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর লক্ষ্মী গোয়ালা’র নেতৃত্বে গৃহহারা পরিবারের উপস্থিতিতে এদিন স্থানীয় বাস টার্মিনাসে অবস্থান বিক্ষোভ শুরু করে। জানা গিয়েছে, ইসলামপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের লোকনাথ কলোনির ১৫টি গৃহহারা পরিবার এদিন থেকে ইসলামপুর বাস টার্মিনাসে প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভ শুরু করে। গৃহহারাদের অভিযোগ, তাঁদের অন্যায়ভাবে লোকনাথ কলোনিতে দীর্ঘ ২০ বছর ধরে বসে থাকা জমি থেকে প্রশাসন হাই কোর্টের নির্দেশে উচ্ছেদ করেছে। বর্তমান প্রশাসনের পাশাপাশি রাজ্য সরকারের কাছে মাথা গোঁজার ঠাঁই দাবী করে অবস্থানে সরব গৃহহারা বাসিন্দারা। উল্লেখ্য, লোকনাথ মিশনের দায়ের করা মামলায় হাই কোর্টের নির্দেশে মিশনের ৯১ শতক জমিতে বসে থাকা ১৫টি পরিবারকে পুলিশ প্রশাসনের সহায়তায় উচ্ছেদ করে। উচ্ছেদ হওয়ার পর তাঁরা বর্তমানে এই বর্ষার মরসুমে লোকনাথ মন্দিরের মাঠে ত্রিপলের নিচে বিপজজনকভাবে বাস করছেন। স্থানীয় বিজেপি কাউন্সিলর গৃহহারা বাসিন্দাদের প্রতিদিনের খাবারের আয়োজন করছে বলে জানা গিয়েছে। তবে ঘরের বাবস্থা না হওয়া পর্যন্ত বাসিন্দারা অবস্থান তুলবে না বলে জানিয়েছে। বাসিন্দাদের দাবী, আইন তাঁদের ঘরছাড়া করেছে কিন্তু রাজ্য সরকার তাঁদের মাথা গোঁজার বাবস্থা করে দিক। বিজেপি কাউন্সিলর লক্ষ্মী গোয়ালা বলেন, হাই কোর্টের নির্দেশে গরিব দিনমজুর বাসিন্দাদের ঘরছাড়া করেছে। কিন্তূ মানবিকতার ক্ষেত্রে আমি তাঁদের পাশে দাঁড়িয়েছি।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!