কোকরাঝাড় থেকে উদ্ধার ধুপগুড়ি থেকে চুরি যাওয়া ৩০০ লিটার তেল ও ভ্যান
সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, কোকরাঝাড়, ৪ঠা জুলাই, ২০১৮: ৩০০ লিটার জ্বালানী তেলের ড্রাম সহ চুরি যাওয়া পিক আপ ভ্যানের হদিস করল পুলিশ। বুধবার সকালে ধুপগুড়ি থেকে গত ১ জুলাই চুরি যাওয়া পিক আপটি উদ্ধার হয় আসামের কোকরাঝাড় থেকে। ধূপগুড়ি থানার বিশেষ পুলিশ দল আসামে গিয়ে কোকড়াঝাড়ের একটি জঙ্গল থেকে পিক আপ ভ্যান্টি উদ্ধার করে ধূপগুড়ি নিয়ে আসে। আসাম সীমান্ত এলাকার বক্সিরহাট থেকে ঘটনায় এক যুবককে আটক করে ধুপগুড়ি থানার পুলিশ।সূত্রে জানা গেছে, দুষ্কৃতি দল পিক আপ ভ্যান চুরি করে এবং তড়িঘড়ি সেটি আসামে বিক্রিও করে দিয়েছিল। উল্লেখ্য গত ১ জুলাই গভীর রাতে ধুপগুড়ির জঙ্গলিবাড়ি এলাকা থেকে একটি পিক আপ ভ্যান চুরি যায়। পরে ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগও দায়ের করে গাড়ির মালিক। এরপরই পুলিশ তদন্তে নেমে, আসাম থেকে পিক আপ ভ্যানটি উদ্ধার করে বলে জানিয়েছেন আই সি সঞ্জয় দত্ত।
ছবি: সুপ্রিয় বসাক (টি.এন.আই)