মানব উত্থান সেবা সমিতির পক্ষ থেকে আজ বানারহাটে সাফাই অভিযান
অঙ্কিতা সেন (টী.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, বানারহাট, ৩০শে জুন, ২০১৮: শনিবার দুপুরে মানব উত্থান সেবা সমিতির বানারহাট শাখার পক্ষ থেকে বানারহাটের বিভিন্ন স্থানে রুটিন মাফিক সাফাই অভিযান চালানো হল। সংগঠনের সদস্যরা বানারহাটের চামুর্চী মোড় থেকে সাফাই কর্মসূচী শুরু করে বানারহাট বাজার ও জাতীয় সড়ক সংলগ্ন এল.আর.পি মোড় পর্যন্ত জঞ্জাল ও আবর্জনা পরিষ্কার করার সাথে সাথেই বাজারের দোকানদারদের সাফসাফাই সম্পর্কে সচেতন করার জন্য প্রচার ও চালান।
‘ক্লিন এন্ড গ্রিন বানারহাট’ গড়ে তোলার লক্ষ্যে এই সাফাই অভিযান বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। তারা বলেন প্রতি মাসে বিভিন্ন চা বাগান এলাকায় এবং প্রতি তিন মাস অন্তর বাজার এলাকায় তারা নিয়মিত ভাবে সাফাই অভিযান চালিয়ে আসছেন।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)