ধুপগুড়িতে কাঠ চেরাই করতে গিয়ে হাত কাটা গেল এক মিল শ্রমিকের
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ধুপগুড়ি, ২৯শে জুন, ২০১৮: কাঠ চেরাই করতে গিয়ে হাত কাটা গেল বেসরকারি কাঠ মিলের এক ঠিকা শ্রমিকের।ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি শহরের ২ নং ব্রিজ এলাকার এক কাঠ মিলে।জানা গিয়েছে শুক্রবার সকালে গজেন্দ্র নাথ বসাক নামে ঐ অস্থায়ী শ্রমিক মেশিনে কাঠ চেরাই করছিলেন।হঠাৎই মেশিনের থাকা তেলে তার হাত ফসকে চেরাইয়ের করাতে চলে যায়।কাটা যায় কব্জি থেকে। তড়িঘড়ি তাকে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।ঐ ব্যক্তি ধুপগুড়ি ব্লকের জঙ্গল পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
ছবি: সুপ্রিয় বসাক (টি.এন.আই)
Facebook Comments