নাগরাকাটায় সংবর্ধিত চা বলয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতি পড়ুয়ারা
অঙ্কিতা সেন (টী.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, নাগরাকাটা, ২৮শে জুন, ২০১৮: আজ নাগরাকাটা হাই স্কুলের উদ্যোগে ডুয়ার্সের চা বলয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের উদ্দ্যেশে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল তবে একটু ভিন্ন রূপে। এই সংবর্ধনা সভায় যে সকল বুদ্ধিজিবি ও শিক্ষাবিদরা এসেছিলেন ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিতে তারা সকলেই নতুন প্রজন্মকে ইঞ্জিনিয়র বা ডাক্তার হওয়ার বদলে আই.এ.এস এবং আই.পি.এস হওয়ার জন্যে প্রস্থুত হতে প্রেরণা দিলেন। আজকের এই সংবর্ধনা সভায় মোট ১৬ জন কৃতীকে সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য, এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যারা
এখান থেকে ব্লক টপার হয়েছে তারা দুজনেই প্রথম প্রজন্মের ছাত্রছাত্রী। এরা দুজনেই রাজ্য সরকার পরিচালিত একলব্য মডেল স্কুলের পড়ুয়া যাদের নাম যথাক্রমে রিতা লামা ও শ্রীকান্ত মাহালি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের বিশিষ্ট ইতিহাসবিদ ডঃ আনন্দ গোপাল ঘোষ, চা বিশেষজ্ঞ শ্রী রাম অবতার শর্মা, জলপাইগুড়ি পি.ডি উইমেন্স কলেজের অধ্যক্ষা ডঃ শিলা দত্তঘটক, নাগরাকাটা হাই স্কুলের হেডমাষ্টার শ্রী পিনাকী সরকার, একলব্য স্কুলের শিক্ষক মজিবুল ইসলাম প্রমুখ।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)