গোয়ালপোখরে স্ত্রীর ওপর স্বামীর অ্যাসিড হামলা
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, গোয়ালপোখর, ২৮শে জুন, ২০১৮: গোয়ালপোখর থানার খামারপুকুর গ্রামে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর উপর আসিড হামলায় চাঞ্চল্য ছড়িয়েছে। আসিড হামলায় জখম মহিলা আশঙ্কাজনক অবস্থায় বিহারের কিষানগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় জড়িত একজনকে গোয়ালপোখর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, গোয়ালপোখর থানার দক্ষিনদূয়ারী গ্রামের বাসিন্দা মেহেবুব আলমের সংগে বিয়ে হয়েছিল খামারপুকুর গ্রামের বাসিন্দা নিজাত আরার। বিয়ের পর থেকে পনের দাবিতে স্ত্রীর উপর শারিরিক এবং মানসিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। অত্যাচার সহ্য করতে না পেরে নিজাত আরা বাপের বাড়িতে চলে আসে। বিষয়টি নিয়ে গ্রামে শালিশী সভা হয়। সালিশিতে কোনও সমাধান সূত্র বের না হওয়ায় নিজাত আরা তাঁর স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ বধুনির্যাতন মামলায় মেহেবুব আলমকে গ্রেপ্তার করেছিল। সেই মামলায় জমিনে ছাড়া পায় মেহেবুব আলম। গতকাল রাতে আচমকা ঘরে ঢুকে মেহেবুব আলম ও তার জামাইবাবু মহ: ফকিরা মিলে নিজাত আরা’র উপর এসিড ছোড়ে বলে অভিযোগ। নিজাতের চিৎকারে আশেপাশের সবাই ছুটে এলে মেহবুব আলম ও মহম্মদ ফকিরা ঘর থেকে দৌড়ে কোন ক্রমে সেখান থেকে তারা পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায়। রাতেই মহ: ফকিরাকে গ্রেপ্তার করে গোয়ালপোখর থানার পুলিশ। গোয়ালপোখর থানার ওসি অভিজিৎ দত্ত বলেন, স্বামী স্ত্রীর পুরানো বিবাদের জেরে এই ঘটনা। মেহবুব আলমের বোনের স্বামী মহম্মদ ফকিরাকে ঘটনায় যুক্ত থাকায় গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।