শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো সানরাইজ স্কুলের ম্যারাথন
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৪শে নভেম্বর, ২০১৮: শনিবার সকালে অনুষ্ঠিত হলো সানরাইজ ইংলিশ মিডিয়াম স্কুলের ৫ কিলোমিটার ম্যারাথন, ২০১৮। সকাল ৭টার সময় ম্যারাথনের শুভ উদ্বোধন করেন শিলিগুড়ি ট্রাফিক পুলিশের ওসি শ্রী সোনাম লামা। মোট ১৮০ জন ছাত্র-ছাত্রী নিয়ে দার্জিলিং মোড় থেকে ম্যারাথন শুরু হয় সানরাইজ ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাথমিক বিভাগ পর্যন্ত। এই ম্যারাথনে দু’টো করে বিভাগ থাকে ‘ক’ এবং ‘খ’ ছেলেদের এবং মেয়েদের ‘ক’ এবং ‘খ’।ছেলেদের বিভাগ-‘ক’ -তে প্রথম হয় সত্যম রাজ ঘোষ এবং বিভাগ-‘খ’ -তে গৌরব গুপ্ত। মেয়েদের বিভাগ-‘ক’ এ প্রথম হয় নাবিনা অধিকারী এবং বিভাগ-‘খ’ এ প্রথম হয় রিকিতা প্রধান।
এই ম্যারাথন প্রতিযোগিতাকে ঘিরে ছাত্র-ছাত্রী অভিভাবক ছাড়াও স্থানীয়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। স্কুলের প্রধান শিক্ষক শীতল গুপ্ত জানান, শিলিগুড়িকে দূষণ থেকে মুক্ত রাখার বার্তা সবার সামনে তুলে ধরার জন্য এই ম্যারাথনের আয়োজন করা হয়েছিল এবং তা আগামী দিনে আবার আয়োজন করা হবে। অনুষ্ঠানের শেষে স্কুলের নির্দেশক তিলক শুনার স্কুলের মাঠের চারপাশে বৃক্ষরোপন করেন এবং ১০০ ওর বেশি বৃক্ষ রোপন করা হয়।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)