খুব শিগগির ইসলামপুরে মহকুমা ফুটবল লীগ হতে চলেছে
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ইসলামপুর, ২৭শে জুন, ২০১৮: দীর্ঘ দুই দশক পর মহকুমা ক্রীড়া সংস্থার স্থায়ী কমিটির পরিচালনায় ইসলামপুরে ফুটবল লীগ টুর্নামেন্ট শুরু হতে চলেছে। শনিবার থেকে এই মরসুমের দলবদলের ছাড়পত্র মহকুমা ক্রীড়া সংস্থার নিজস্ব কার্যালয়ে শুরু হয়েছে। জানা গিয়েছে, ছাড়পত্রের প্রথম দিনই মহকুমার বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের উপস্থিতি ছিল নজরকাড়া। ইসলামপুর মহকুমার একাধিক দল ইতিমধ্যেই ক্রীড়া সংস্থার সাথে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য যোগাযোগ করেছে। এছাড়াও বিশ্বকাপ ফুটবলের মরসুমে নতুন করে ইসলামপুরের ফুটবল লীগ টুর্নামেন্টকে ঘিরে ক্রীড়া মহলে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। উল্লেখ্য, দীর্ঘ দুই দশক ধরে মহকুমা ক্রীড়া সংস্থার স্থায়ী কমিটি না থাকায় জেলা ও রাজ্য ক্রীড়া কমিটি গুলির সাথে সমন্বয় রাখা দুঃসাধ্য হয়ে পড়েছিল। যার ফলে ক্রীড়া ক্ষেত্রে ব্যাপকভাবে বঞ্চিত হচ্ছিল মহকুমার ক্রীড়াবিদরা। ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থার গ্রীষ্মকালীন সম্পাদক শঙ্কর সরকার বলেন, আজ থেকে ফুটবল লীগের ছাড়পত্র শুরু হয়েছে। প্রথম দিনই চারটি ক্লাবের খেলোয়াড়রা ছাড়পত্র করেছে। এছাড়াও একাধিক ক্লাব ইতিমধ্যে যোগাযোগ করেছে।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)