আশোকগ্রামে অনুষ্ঠিত হল প্রাকৃতিক ও দুর্ঘটনা জনিত বিপর্জয় প্রতিরোধ সংক্রান্ত সচেতনতা শিবির

দীপঙ্কর মিত্র (টী.এন.আই বালুরঘাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই গঙ্গারামপুর ১০ই ফেব্রুয়ারি ২০১৮: গঙ্গারামপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারীক এর উদ্যোগে এবং আশোকগ্রাম গ্রামপঞ্চায়েতের ব্যবস্থাপনায় আশোকগ্রাম হাই-স্কুলে অনুষ্ঠিত প্রাকৃতিক ও দুর্ঘটনা জনিত বিপর্জয় প্রতিরোধ সংক্রান্ত এক দিনের সচেতনতা মূলক শিবিরের শুভ সূচনা করেন ১১নং আশোকগ্রাম গ্রামপঞ্চায়েতের প্রধান শ্রীমতী ঝর্না কিস্কু। এছাড়াও উপস্থিত ছিলেন আশোকগ্রাম গ্রামপঞ্চায়েতের উপ-প্রধান শ্রী ক্ষীরমোহন রায়, রিসোর্স পার্সন মোকবুল মন্ডল, নোডাল অফিসার গজোমুদ্দিন শেখ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অই.সি.ডি.এস সুপার ভাইজার, কর্মী, স্বনির্ভর দলের সদস্যা, আশা কর্মী, গ্রামপঞ্চায়েতের সদস্য সহ আরো অনেকে। এদিনের সচেতনতা মূলক শিবিরে ভূমিকম্প, ঘুর্ণিঝর, বন্যা, বজ্রাঘাত, অগ্নিকান্ড, সর্পাঘাত, বিদ্যালয়ের নিরাপত্তা, পথ দুর্ঘটনা,  উপর বিপর্জয় এর ঝুকি কমাতে কী কী করনিয় তা আলোচনার মাধ্যমে তুলেধরেন রিসোর্স পার্সন মোকবুল মন্ডল। পাশাপাশি শিশু শুরক্ষার বিষয়ের উপরেও আলোকপাত করেন তিনি। এবিষয়ে গঙ্গারামপুর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারীক সুব্রত শ্যামল জানান, সারা পৃথিবী জুড়েই বিপর্যয় সম্পর্কিত চিন্তাভাবনার ব্যাপক পরিবর্তন ঘটছে। বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগের লক্ষ্য হল বিপর্যয়ের ঝুঁকি কমানোর জন্য প্রয়োজনীয় পদ্ধতি, গঠন, প্রকল্প, সাহায্যের উপায়, কার্যক্ষমতা এবং পরিচালন নীতি গুলির প্রতিষ্ঠা করা এবং বিপর্যয় ও বিপর্যয়ের আশঙ্কায় তাৎক্ষণিক মোকাবিলার জন্য প্রস্তুত থাকা, যাতে জীবন ও সম্পত্তি রক্ষা করা, আর্থিক ক্রিয়াকলাপ অব্যাহত রাখা, পরিবেশের ক্ষয়ক্ষতি রোধ করা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখা।

ছবিঃ দীপঙ্কর মিত্র(টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!