এবার যৌনকর্মীদের রোষানলে আসন্ন মুক্তির অপেক্ষায় রাজকুমার হীরানির ‘সঞ্জু’
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টী.এন.আই, মুম্বাই, ২৭ই জুন, ২০১৮: আবার একবার বিতর্কে জড়াল রণবীর কপূর অভিনীত ‘সঞ্জু’। এবার ‘সঞ্জু’ ছবির বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে নালিশ জানালো যৌনকর্মীরা। উল্লেখ্য, নালিশটি আসে এই ছবি মুক্তির দুদিন আগে। যৌনকর্মীদের তরফ থেকে অভিযোগ পেশ হয়েছে যে, এতে যৌনকর্মীদের সম্পর্কে কুরুচিকর, অপমানসূচক মন্তব্য রয়েছে। বলা হয়েছে ছবির নির্মাতারা যৌনকর্মীদের সম্পর্কে আপত্তিকর ভাষা প্রয়োগ করেছেন যা মুক্তি পাওয়া ট্রেলারে দেখা যাচ্ছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন শ্রীমতী রেখা শর্মা সংবাদ মাধ্যম কে অভিযোগটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছন। তিনি আরও জানান যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যেই অভিযোগটি ইলেকট্রনিক মিডিয়া মনিটরিং সেন্টারে পাঠানো হয়েছে। জানা গেছে অভিযোগটি যৌনকর্মীদের তরফ থেকে দায়ের করেন গৌরব গুলাটি নামে জনৈক সমাজকর্মী তথা আইনজীবী। তিনি ছবির দুটি ডায়লগের প্রতি কমিশনের দৃষ্টি আকর্ষণ করে দাবি করেছেন। তার মতে বর্তমান সমাজে যৌনকর্মীদের স্থান নিয়ে তির্যক মন্তব্য করা হয়েছে যা কিনা ছবির ট্রেলারে দৃশ্যমান।