কিডনির জটিল রোগে আক্রান্ত দুঃস্থ ছাত্রীর সাহায্যে এগিয়ে এল শিলিগুড়ি ‘সমব্যথী’

বাংলাডেস্ক, টি.এন.আই,  শিলিগুড়ি, ৩১শে মার্চ, ২০২১: কিডনির জটিল রোগে আক্রান্ত হয়ে জীবন বিপন্ন হয়ে যেতে বসেছে সুজাতা দাস (১৫) শিলিগুড়ি নেতাজী গার্লস হাই স্কুলের এই নবম শ্রেণীর ছাত্রীর। শিলিগুড়ির খুব কাছে জলপাইগুড়ি জেলার মধ্য শান্তিনগরের বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে কিডনির জটিল রোগে আক্রান্ত। তার পিতা শঙ্কর দাসের একটি ছোটো দর্জির দোকান ফুলেশ্বরী বাজারের কাছে আছে। তা থেকে যা আয় হয় তাই দিয়ে সংসার চলে। কিন্তু মেয়ের দীর্ঘদিন ধরে ব্যয় বহুল চিকিৎসা করা তাদের পক্ষে প্রায় অসম্ভব। এর আগে রাজ্যের বাইরে উন্নততর চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিল। সেখানে আবার চেক-আপে যাওয়ার কথা ছিল। কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হয়নি। বর্তমানে শিলিগুড়িতে চিকিৎসা চলছে। কয়েকটি ওষুধের মধ্যে দুটি ওষুধের দাম তিন হাজার টাকা (একমাস) এবং প্রতি পনেরো দিন অন্তর একটি টেস্ট করতে হয় তার জন্য দুই হাজার দুশো কুড়ি টাকা খরচ। এছাড়া আরও কিছু চিকিৎসা সংক্রান্ত খরচ রয়েছে এবং দ্রুত রোগ নিরাময়ের জন্য অত্যাধুনিক চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন। তার মা তাপসী দাস মেয়ে বাঁচাতে সকলের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন। তাই আজ শিলিগুড়ি সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটি-র পক্ষ থেকে চিকিৎসার ব্যয় বহনের জন্য আর্থিক সহযোগিতা করা হয়। উপস্থিত ছিলেন সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটির কোষাধ্যক্ষ শ্রী শুভ রঞ্জন সাহা, শ্রী রবীন্দ্রনাথ গুহ, শ্রী তীর্থঙ্কর চক্রবর্তী এবং সংস্থার সভাপতি শ্রী সঞ্জয় সাহা।

ছবি: সংবাদচিত্র

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!