ট্যারেন্টুলা আতঙ্ক এবার পৌছালো ধুপগুড়িতে
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ধুপগুড়ি, ১৮ই জুন, ২০১৮: ট্যারেন্টুলা আতঙ্ক এবার ধুপগুড়িতে। ধুপগুড়ি ব্লকের এক গ্রাম থেকে সোমবার সকালে অদ্ভুদ ধরনের মাকড়সা দেখে ট্যারেন্টুলা আতঙ্ক দেখা দেয়। ধুপগুড়ির মাগুরমারী ২ নং গ্রাম পঞ্চায়েতের আলতাগ্রাম এলাকায় এক বাড়িতে দেখা যায়। জানা গিয়েছে মাগুরমারী ২ নং গ্রাম পঞ্চায়েতের ১৫/১৩৩ নং পার্টের পঞ্চায়েত সদস্যা শ্রীমতী গোলাপি সরকারের বাড়ি থেকে উদ্ধার হয়। এদিন সকালে শ্রীমতী গোলাপী সরকার বাথরুমে গত রাতে রাখা একটি শাড়ি ধোয়ার জন্য হাতে তুলতেই ট্যারেন্টুলাটিকে দেখতে পায়।
তিনি চিৎকার দিয়ে সরে দাড়ালে তার স্বামী শ্রী সুভাষ সরকার একটি প্লাস্টিক কৌটো নিয়ে ট্যারেন্টুলাটিকে আটকে ফেলে। এদিন সুভাষ বাবু জানান এর আগে কোনো দিন এই প্রকার মাকড়সা দেখিনি। ঘটনায় আমরা আতঙ্কিত। বনদফতর কে জানানো হবে। পঞ্চায়েত সদস্যা শ্রীমতী গোলাপী সরকার বলেন, মাকড়সাটি কালো রঙের। পায়ে এবং সারা গায়ে প্রচুর কালো লোম রয়েছে। এলাকায় ৮-১০ দিন আগে এই প্রকার মাকড়সা একটি দেখা গিয়েছিল।
ছবি: সুপ্রিয় বসাক (শিলিগুড়ি)