অপরিকল্পিত দোকান নির্মাণে ফালাকাটায় বিদ্যুৎস্পৃষ্ট যুবক, বর্তমানে আশঙ্কাজনক
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা, ১৮ই জুন, ২০১৮: ফালাকাটা মেন রোডের উপর একটি প্রসিদ্ধ মিষ্টির দোকানের ওপর তলায় রাজ মিস্তিরির কাজ করতে গিয়ে রাস্তার ধারের ইলেকট্রিক তাঁরে বিদ্যুৎস্পৃষ্ট হয় এক ১৮ বছরের এক যুবক। সঙ্গে সঙ্গে সে ওপর তলা থেকে ছিটকে রাস্তায় পরে গিয়ে গুরুতর হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, ৩১ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারনের পর ফুটপাত ঘেষে অনেকে দোকান তুলছে, কিন্তু এর ছাদ এসে ফুটপাতের ওপর পরছে। এই ইলেকট্রিক পোল তার ও উপর তোলার মধ্যে কোন ফাক নেই এর এই কারনেই এমন দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত আহতের নাম অসীম বসাক (১৮) বাড়ি ফালাকাটা ব্লকের মুজনাইয়ে। আহতকে প্রথমে ফালাকাটা গ্রামীণ হাসপাতলে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক থাকায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতলে রেফার করে দেয় সঙ্গে সঙ্গে। খবর লেখা পর্যন্ত অসীম মৃত্যুর সঙ্গে লড়ছে বলে খবর। ফুটপাত দখল ও ফুটপাতের ওপর দোকানের ওপরের অংশ ফুটপাতের ওপর আনার প্রতিবাদে সরব হচ্ছে এলাকাবাসিরা। সংবাদ মাধ্যম কে তারা জানায় ফুটপাত খালি না হলে দুর্ঘটনা নিত্যসঙ্গী।
ছবি: অরুনাংশু মৈত্র (টী.এন.আই)