শিলিগুড়িতে ইউ.ইউ.পি.টি.এ সাধারণ সভা আয়োজিত হল
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি, ১৭ই জুন, ২০১৮: আজ উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স এসোসিয়েশনের, শিলিগুড়ি শাখার (ইউ.ইউ.পি.টি.এ) – র পক্ষ থেকে বাঘাযতীন পার্কে এক সাধারণ সভার আয়োজন করা হয়। এই সভায় সিদ্ধান্ত হয় পি.আর.টি স্কেল (অর্থাৎ এইচ.এস স্কেল) এ প্রাথমিক শিক্ষকদের অধিকার। এই দাবি আদায়ের লক্ষ্য জুন মাসের শেষে ডি.আই (প্রাথমিক) – কে একটি ডেপুটেশন দেওয়া হবে। আজকের সভায় সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সংগঠনের রাজ্য কমিটির সদস্য শ্রী তীর্থঙ্কর চক্রবর্ত্তী উক্ত সভায় বলেন “আগামী মাসে কলকাতায় বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি চলছে। শিলিগুড়ি সংস্থার চারটা সার্কেলে প্রচার করা হচ্ছে, আগামী সপ্তাহে তিনটা সার্কেলে এই বিষয়ে প্রচার করা হবে”।
ছবি: ইউ.ইউ.পি.টি.এ (শিলিগুড়ি)
Facebook Comments