ইসলামপুর বাইপাস আন্দোলন হালকা হতেই জমি ছাড়তে চার দিন সময় দিল প্রশাসন

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর, ১লা ফেব্রুয়ারি ২০১৮: ইসলামপুর বাইপাস প্রকল্পে জমিদাতা কৃষকদের আন্দোলন থিতিয়ে পরতেই প্রশাসন কৃষকদের জমি ছেড়ে দিতে সময় সীমা বেধে দিল। জানা গিয়েছে, বৃহস্পতিবার দিনভর বাইপাসের জমিতে থাকা কৃষকদের ঘরবাড়ি আগামী সোমবারের মধ্যে সরিয়ে নিতে ইসলামপুর মহকুমা প্রশাসনের আধিকারিকরা গ্রামে এসে বলে যায় বলে অভিযোগ। কখনও ডিমরুল্লা আদিবাসী পাড়ায়, কখনও তেলিভিটা, রায়পাড়া আবার কখনও আলুয়াবাড়ি। কোথাও বলা হচ্ছে নিজেরা ঘর বাড়ি ভেঙে নিলে এক সপ্তাহের মধ্যে বকেয়া টাকা পেয়ে যাবে। প্রশাসন ভাঙলে তিন মাস পর টাকা পাবে। যদিও প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসন করে দিয়ে ঘর ভাঙার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ডিমরুল্লা আদিবাসী পাড়ায়। কিন্তু স্থানীয়দের অভিযোগ, কিছু কৃষককে মিথ্যা মামলায় জেলে পুড়ে প্রশাসন তড়িঘড়ি বাইপাসে জমি নিজেদের দখলে নিতে চাইছে। ইসলামপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট থেনডুপ শেরপা বলেন, বাইপাসের জমিতে যাদের ঘর বাড়ি আছে তাদেরকে আগামী সোমবারের মধ্যে তাদের বাড়ি ঘর প্রয়োজনীয় সামগ্রী সরিয়ে নিতে বলা হয়েছে। বাইপাসের কাজ চলছে তাতে কোনও রকমের বাধা বরদাস্ত করা হবে না।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!