গভীর রাতে শিলিগুড়ির প্রাণকেন্দ্রে ভেঙে পড়ল বিরাট গাছ
অভিজিত দাস (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি, ১৭ই জুন, ২০১৮: গতকাল রাতে শুরু হওয়া বজ্র বিদ্যুত সহ বৃষ্টিতে শিলিগুড়ি শহরের হাকিমপাড়ার জিটিএস ক্লাবের সংলগ্ন এলাকায় একটি পুরনো গাছ হঠাৎ করে ভেঙে পরে। গাছটি ভেঙে পরে ৩টি বিদ্যুতের খুটির ওপর। গাছটি পুরনো ও বিশালাকায় হওয়ার দরুন খুঁটি গুলো ভার রাখতে পারেনি এবং যথাক্রমে সেগুলোও ভেঙে রাস্তার ওপর পরে যায়। সঙ্গে সঙ্গে এক বিকট শব্দ হয়ে এলাকার বিদ্যুত সংযোগ বিছিন্ন হয়ে পরে এবং বিদ্যুত চলে যায়। তবে ঘটনাটি গভীর রাতে হওয়ায় কোন প্রাণহানি হয়নি।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বনদপ্তর ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা সকাল থেকে শুরু হয় গাছ কাটা ও রাস্তা সাফাই এর কাজ। তবে এলাকার মানুষ মনে করেন যে তারা এক বিরাট ক্ষয়ক্ষতির হাত থেকে অল্পের জন্যে বেঁচে গিয়েছে। যদি ঘটনাটা সকালে ঘটতো তাহলে বিরাট কিছু হতো বলেই মনে করেন সকলে। উলেখ্য, এই এলাকা শিলিগুড়ির একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে রয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদের সদর দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের ‘নির্মাণ ভবন’, একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র, নার্সিং হোম, একটি কিন্ডারগার্টেন স্কুল, শিলিগুড়ির নামকরা ক্লাব জিটিএস প্রভৃতি।
ছবি: অভিজিত দাস (টি.এন.আই)