ধপগুড়িতে চিকিৎসক নিগ্রহের ঘটনায় গ্রেফতার এক
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ধুপগুড়ি, ১৬ই জুন, ২০১৮: চিকিৎসক নিগ্রহের ঘটনায় গ্রেফতার এক যুবক। শুক্রবার রাতে ধুপগুড়ি থানার পুলিশ তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম তুষ্ট সরকার, তিনি বিজেপি কর্মী। তিনি ঘটনার দিন ৯ জুন ধুপগুড়ি গ্রামীন হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছেন।যদিও ঘটনার শিকার চিকিৎসক দ্বীপন কুন্ডু পুলিশের কাছে রাম চাঁদ মন্ডল ও স্বপন পালের বিরুদ্ধে অভিযোগ করেছিল।অভিযোগ পেয়ে পুলিশ হাসপাতালের সমস্ত সিসিটিভি ফুটেজ গুলি খতিয়ে দেখে এবং অভিযুক্তদের সনাক্ত করা হয়। উল্লেখ্য ঐ দিন রাতে বিজেপি নেতা অমর চাঁদ সরকারের মৃত্যু ঘিরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসক হেনস্তার ঘটনা ঘটে। এরপর চিকিৎসক ডাঃ দ্বীপন কুন্ডু লিখিত ভাবে ধূপগুড়ি থানায় অভিযোগও দায়ের করে।অভিযুক্তদের মধ্যে একজন আবার মৃত নেতার ভাইপো বলেও জানা গিয়েছে।তবে মূল দুই অভিযুক্ত পালিয়ে থাকায় তাদের ধরা যায় নি। এদিকে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে চিকিৎসকের অভাব মেটাতে দুরামারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ডাঃ দ্বীপন কুন্ডুকে রাতের পরিষেবা দিতে আনা হয়েছিল।ওই রাতেই নিগ্রহের শিকার হয়ে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে আর আসবেন না বলেও দাবী করেন আক্রান্ত চিকিৎসক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পালটা ধূপগুড়ি গ্রামীন হাসপাতালের চিকিৎসকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং রোগীদের পরিষেবাও বন্ধ করে দিয়েছিলেন।পরবর্তীতে চিকিৎসকের অভাব চলাকালীন স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখতে স্বাস্থ্য দপ্তরের অনুরোধে হাসপাতাল চত্বরেই র্যাফ বাহিনীর পিকেট বসানো হয়। বিজেপি জেলা সম্পাদক আগুন রায় বলেন, একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে তুষ্ঠ। তাকে ফাসানো হয়েছে। ওই ঘটনায় সে কোনো ভাবেই যুক্ত ছিল না, সেদিন হাসপাতালের বাইরে বিজেপি অবস্থান বিক্ষোভে ছিল, চিৎকার শুনে সে ঘটনা দেখতে গিয়েছিল।
ছবি: সুপ্রিয় বসাক (টি.এন.আই)