নাবালিক ছাত্রীর পালিয়ে বিয়ে করা আটকালেন ময়নাগুরির বিডিও
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুরি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ময়নাগুরি, ২৮শে মে, ২০১৮: ময়নাগুরি বিডিও এর সহযোগীতায় ময়নাগুরি ব্লকে আবার ও একটি অপ্রাপ্ত বয়স্ক বিবাহ আটকে দেওয়া হলো। ময়নাগুরির বিডিও শ্রেয়সী ঘোষ বলেন “গত শনিবার আমাদের কাছে একটি কমপ্লেন আসে যে ১৮ বছরের কম একটি মেয়ে পালিয়ে একটি ছেলের বাড়ি এসে উঠেছে। আমদের এই ব্যপারে মেয়েটির স্কুলের শিক্ষক যথেষ্ট সাহায্য করেছে। ঘটনার খবর পেয়ে বিডিও অফিসের স্টাফরা ছেলেটির বাড়িতে যায় এবং ছেলে এবং মেয়ে উভয়ের বাড়ির লোককে বোঝানো হয় কম বয়সে বিয়ে হলে কি কি মানসিক এবং শারীরিক সমস্যা হতে পারে। এরপর উভয় পক্ষের লোকজন এদিন অফিসে আসে এবং তারা বলে ছেলে তার নিজের বাড়িতে এবং মেয়ে তার নিজের বাড়িতে থাকবে উপযুক্ত বয়স হলে তাদের বিয়ে হবে এবং মেয়েটি কন্যাশ্রী ও রুপশ্রীর মোট ৫০হাজার টাকা পাবে”। ময়নাগুরির বিডিও আরো বলেন প্রত্যেকটি মন্দির, মজজিদ সহ বিভিন্ন স্থানে বলা আছে জন্ম সার্টিফিকেট না দেখে কারো যেনো বিয়ে না দেওয়া হয় এবিষয়ে সমস্ত ধর্মীয়স্থানকে সরকারী ভাবে অবগত করা হয়েছে।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)